অনলাইনে নিরাপদে কেনাকাটা করার টিপস
বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা বিশ্বজুড়ে বেড়েই চলছে। কেনাকাটার ক্ষেত্রে অনলাইনকে এখন অপরিহার্য ভাবা হচ্ছে। বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন শপগুলোও এখন অনলাইনে জায়গা করে নিচ্ছে। অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ব্যপকহারে তেমনই ক্রেতা মহলের ও জনপ্রিয়তা বেড়েই চলছে। আমাদের দেশেও এখন অনলাইনে কেনাকাটা বেড়েছে ব্যপকহারে। মানুষ শখের বসে বা পরীক্ষামূলকভাবে কেনাকাটা করলেও এর পরিধি বেড়েছে অনেক। তেমনি এই দ্রুত বিকাশকালীন অনলাইন ব্যবসায় কিছু প্রতারক প্রতিষ্ঠান এর পাল্লায় পড়ে ক্রেতারা আস্থাহীন ও ঝুকির মধ্যে নিক্ষিপ্ত হয়ে পড়েছে, শুধু যে প্রতারক প্রতিষ্ঠানই নয় এক শ্রেণির ক্রেতারা সীমাহিন লোভনীয় অফার, অস্বাভাবিক মূল্য হ্রাস ও বিভিন্ন অফারের ফাঁদে পা দিয়ে যে শুধু তারাই ক্ষতিগ্রস্থ হয়েছে তা নয়, অনালাইন ব্যবসাকেও ডুবিয়েছে। শুধু প্রতিষ্ঠানকেই আমরা প্রতারক বলবো না আমাদেরও কেনাকাটা করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। তাই আজকের আলোচনায় আমরা কিভাবে নিরাপদে কেনাকাটা করবো তা সম্পর্কে জানবো।
চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিরাপদে কেনাকাটা করবো-
১. শপিং করুন বিশ্বস্ত সাইট থেকেঃ
বর্তমানে বিশ্বে ই-কমার্স সাইটের জনপ্রিয়তা এখন অনেক উপরে। যার ফলে প্রতিনিয়ত নতুন নতুন অনেক ওয়েবসাইট তৈরি হচ্ছে। আর শপিং এর ক্ষেত্রে যেকেউই নতুন কোনো নির্ভরযোগ্য সাইটের শরানাপন্ন হবে।
তাই আপনি শপিং করার ক্ষেত্রে সাইটটি বিশ্বস্ত কিনা তা যাচাই করে নিবেন। সেক্ষেত্রে অপেক্ষাকৃত কম জনপ্রিয় সাইট থেকে ক্রয় না করাই ভালো। কারণ অর্ডার করার ক্ষেত্রে সাইট অনেক তথ্য দিতে হয়, যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি।
২. ই-কমার্স সাইটের URL চেক করুনঃ
আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে, সাইটের ঠিকানা https দিয়ে শুরু হয়েছে কিনা কারণ https সাইটের ঠিকানা নির্দেশ করে থাকে। আর শুধু মাত্র http দিয়ে শুরু এ রকম ওয়েবসাইট থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন।
৩. রিটেইলার স্প্যাম থেকে বিরত থাকুনঃ
নিরাপদ শপিং এর জন্য আপনাকে বিভিন্ন ধরনের খুচরা বিক্রেতা যেমন, একজনের পণ্য অন্যজন সেল করে থাকে। এ ধরনের সাইট থেকে কেনাকাটা নিরাপদ নয়, কারণ আপনাকে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হবে।
৪. শক্তিশালী পার্সওয়ার্ড ব্যবহার করুনঃ
যেকোনো সাইট থেকে আপনি পণ্য কেনাকাটা করুন না কেনো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উক্ত সাইটে রেজিস্টেশন করতে হবে। রেজিস্টেশন করার সময় অবশ্যই শক্তিশালী পার্সওয়ার্ড ব্যবহার করুন।
৫. কেনাকাটার সময় অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করুনঃ
কেনাকাটার সময় অবশ্যই ক্রেডিট কার্ড ব্যবহার করুন। কেননা ক্রেডিট কার্ড ব্যবহার করলে অনেক নির্দেশনা মানতে হবে। সহজেই আপনার কার্ড অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
৬. ফ্রি ইন্টারনেট কানেকশন ব্যবহার করা থেকে বিরত থাকুনঃ
অনলাইনে কেনাকাটা করার সময় অবশ্যই ফ্রি ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কেননা হ্যাকার ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুবিধা দিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য হাতিয়ে নেয়ার চেস্টা করে থাকে।
৭.অফার এর সাবধনতা অবলম্বন করুনঃ
অনেক ওয়েবসাইট কেনাকাটায় চটকদার অফার দেয়। এতে অনেকেই হম্বিতম্বি করে সেই অফার লুফে নিতে চান। তার আগে ভালো করে যাচাই-বাছাই করুন অফারটি আসল, নাকি নকল। নতুনা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একটা আশঙ্কাও থেকে যায়।
৮. পণ্যের মান ও মূল্য যাচাই করে নিনঃ
একই পণ্য অনেক পেজে বিক্রয় করে থাকেন। বিভিন্ন পেজে বিভিন্ন মূল্য হতে পারে, তাই সমজাতীয় পেজগুলো ঘুরে দেখে পণ্যের মান ও মূল্য যাচাই করে ক্রয় করুন। কারণ হতেও পারে একটি পণ্য কোনো পেজে অনেক সস্তায় পেয়ে যাবেন কিন্তু তাদের পণ্যের মান অনেক খারাপ হতে পারে। তাই বিক্রেতার সাথে কথা বলে পণ্যের মান ও মূল্য উভয়ই যাচাই করে অর্ডার করুন।
পরিশেষেঃ
আমরা বিশ্বাস করি যে, উপরের পরামর্শগুলো আপনাদের অনলাইন কেনাকাটায় নিরাপদে পণ্য ক্রয় এবং প্রতারণার হাত থেকে রক্ষা করতে সহয়তা করে থাকবে।
আপনহাট.কম ক্রেতা ও বিক্রেতার মধ্যে নিরাপত্তা রক্ষা ও নিরাপদে পণ্য ক্রয়-বিক্রয় যেন করতে পারে সেই লক্ষ অর্জনে কাজ করে যাচ্ছে।
আপনাদের সহজ ও স্বাচ্ছন্দময় জীবনই আমাদের প্রত্যশা। আপনহাট.কম।